সুস্থ হয়ে হাসপাতাল থেকে মাদ্রাসায় আহমদ শফী

  © ফাইল ফটো

হাসপাতালে চিকিৎসাধীন হেফাজতে ইসলামের আমীর শাহ আহমদ শফী সুস্থ হয়ে নিজ মাদ্রাসায় ফিরে গেছেন। আজ সোমবার (১৫ জুন) বিকেলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দেন। এতদিন তিনি ওই হাসপাতালের নিবিড় পরিচযাকেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

আহমদ শফীর ছেলে আনাস মাদানী বলেন, আগের চেয়ে তার বাবার শারীরিক অবস্থা অনেক ভালো। এ জন্য চিকিৎসকেরা হাসপাতাল থেকে ছাড়পত্র দেন। এরপর হাটহাজারী মাদ্রাসায় নিয়ে আসেন। 

এর আগে গত ৭ জুন রাতে শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিক নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ হেফাজত আমীরের চিকিৎসার জন্য ৯ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করেন। তাঁর করোনা পরীক্ষা করা হলেও নেগেটিভ আসে।

আহমদ শফী চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক। ২০১৩ সালে ১৩ দফা দাবি নিয়ে হেফাজতে ইসলাম গঠনের মাধ্যমে দেশে বিদেশে আলোচনায় আসেন।


সর্বশেষ সংবাদ