কুরআন শিক্ষা বোর্ডে পাসের হার ৯৬ শতাংশ

মেধা তালিকায় ৩০৬ শিক্ষার্থী

  © টিডিসি ফটো

বাংলাদশে কুরআন শিক্ষা বোর্ডের ১৭তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এতে পাশের হার ৯৬ দশমিক ২৬ শতাংশ। মেধা তালিকা অর্জন করেছে ৩০৬ শিক্ষার্থী। শনিবার বেলা ১২টায় কুরআন শিক্ষা বোর্ডের ঢাকার রামপুরা অফিসে ফলাফল প্রকাশ করা হয়।

কুরআন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি মোহাম্মদ হেমায়েতুল্লাহ কাসেমী বোর্ডের মহাসচিব আল্লামা নূরুল হুদা ফয়েজীর হাতে ফলাফল তুলে দেন। ফলাফল প্রকাশ করেন নূরুল হুদা ফয়েজী। এ বছর কুরআন শিক্ষা বোর্ডের অধীনে ২৯৬টি মাদরাসার ১৫০টি কেন্দ্রে দশ হাজারের অধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

বোর্ডের মহাসচিব নুরুল হুদা ফয়েজী বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও আমরা পরীক্ষার ফলাফল প্রকাশ করতে পেরেছি এ জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। এবার আমাদের বোর্ডের ৯৬ দশমিক ২৬ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। পরীক্ষার ফলাফলের পাশাপাশি তাদের আমল-আখলাকের উন্নতি হোক। মা-বাবা, উস্তাদের দোয়ায় তারা এগিয়ে যাক আমরা সে কামনাই করি।

তিনি বলেন, যারা আমাদের কাজে সহযোগিতা করেছে তাদের ধন্যবাদ জানাই। আল্লাহ তায়ালা সকলকে উত্তম প্রতিদান দান করুক। এবার যারা ফলাফল ভাল করেছে তাদের জন্য দোয়া কামনা, তারা আরও অনেকদূর এগিয়ে যাবে আমরা সেই প্রত্যাশা করছি। রেজাল্ট পাওয়া যাবে বাংলাদশে কুরআন শিক্ষা র্বোডের ওয়েব সাইডে http://www.bqeb.org/result


সর্বশেষ সংবাদ