কওমি মাদ্রাসায় পহেলা বৈশাখের দিনও পরীক্ষা চলবে

বাংলা নববর্ষের পহেলা বৈশাখের দিনও পরীক্ষা দেবে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) অধীনের বার্ষিক পরীক্ষা এই দিন অনুষ্ঠিত হবে। অথচ এদিন সারাদেশে থাকে উৎসবের আমেজ। অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব প্রতিষ্ঠানে সরকারি ছুটি থাকে।

কওমি মাদ্রাসারার এক শিক্ষক বলেন, ‘স্বাধীনতা দিবস, বিজয় দিবসে কওমি মাদ্রাসাগুলোতে ছুটি থাকে। এর বাইরে অন্য দিন স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হয়। পহেলা বৈশাখের দিনে অতীতে কোনও মাদ্রাসায় পরীক্ষা হয়নি তবে মাদ্রাসাগুলোর স্বাভাবিক কার্যক্রম চলেছে। এবারই প্রথম পহেলা বৈশাখের দিন পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

জানা যায়, হিজরি বর্ষপঞ্জি হিসেবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে বেফাক। বোর্ডটির পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সভার সুপারিশ ও মজলিশে আমেলার সভার সিদ্ধান্ত অনুযায়ী, ৪২তম কেন্দ্রীয় পরীক্ষা শুরুর তারিখ ২ শাবান (১৪৪০ হিজরি) অনুসারে ৮ এপ্রিল নির্ধারণ করা হয়। সে সময় নির্ধারিত পরীক্ষার রুটিনে ১৪ এপ্রিল পহেলা বৈশাখের দিনেও পরীক্ষার তারিখ ছিল।

পরবর্তীতে ১১ এপ্রিল বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এক বিজ্ঞপ্তিতে ১৪ এপ্রিল পহেলা বৈশাখের দিন সব পরীক্ষা স্থগিত করা হয়। একই সঙ্গে সেদিনের পরীক্ষা ১৭ এপ্রিল বুধবার অনুষ্ঠিত হওয়ার কথাও বলা হয়। তবে ঘণ্টাখানেকের মধ্যে সিদ্ধান্ত বদলায় বেফাক। বেফাকের পরীক্ষা নিয়ন্ত্রক আবু ইউসুফ সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মুরব্বিদের পুনরায় সিদ্ধান্ত অনুসারে ১৪ এপ্রিলের পরীক্ষা বহাল রাখা হলো।

এ প্রসঙ্গে বেফাকের মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস বলেন, ‘পরীক্ষার সময়সূচি নির্ধারণ একটি জটিল কাজ। তবে পহেলা বৈশাখের দিন পরীক্ষা আছে কিনা আমার জানা নেই।’  


সর্বশেষ সংবাদ