ভোটের ফল বাতিল চেয়ে এবার ইশরাকের মামলা

  © টিডিসি ফটো

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে নির্বাচন বাতিল চেয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেছেন।

আজ মঙ্গলবার সকালে এ মমলা দায়ের করেন তিনি, যেখানে আসামি করা হয়েছে নির্বাচন কমিশন ও আওয়ামী লীগ থেকে মেয়র পদে জয়ী শেখ ফজলে নুর তাপসসহ আট জনকে।

ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ উৎপল ভট্টাচার্যের আদালতে উপস্থিত হয়ে তিনি এই মামলা করেন।

এর আগে, সোমবার সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হয়নি দাবি করে নির্বাচন কমিশন ও আতিকুল ইসলামসহ আট জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ঢাকা উত্তর সিটির বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ উৎপল ভট্টাচার্যের আদালতে এই মামলা দায়ের করেন তিনি। আদালতে উপস্থিত হয়ে তাবিথ সাংবাদিকদের জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট ডাকাতি ও কারচুপি হয়েছে।

উল্লেখ্য, গত পহেলা ফেব্রুয়ারি ঢাকার দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস এবং উত্তর সিটিতে আতিকুল ইসলাম মেয়র নির্বাচিত হন। ২রা ফেব্রুয়ারি ভোটের গেজেট প্রকাশের পর শপথও নিয়েছেন মেয়র ও কাউন্সিলরারা।

 


সর্বশেষ সংবাদ