অগ্নিগর্ভ ভূস্বর্গ

  © টিডিসি ফটো

অগ্নিগর্ভ ভূস্বর্গ

                              —মো. আবু রায়হান

ওরে কিসের হুংকার! বল কিসের এত ভয়?
কেটে যাবে যত আঁধার কলো, যত সংশয়।
ঝিলেমের তীরে উঁকি দেয় আজাদি রবি
মুসলিম খুনে মর্সিয়া লিখে বিরহী কবি।
শিগরিই আজাদি তোদের করবে আপন
কেন নীরব আজি, ধরা ঐ ভীতুর কাঁপন।
যারা কেড়ে নেয় আজাদি মুক্ত জীবন
অবহেলায় তুচ্ছ ভেবে গালি দেয় যবন।
উসুল কর সব হিসেব নিকেশ, যত রেশ
যায় যদি প্রাণ, যাক না, হোক নিঃশেষ।
প্রাণের বিনিময়ে তবুও আসুক আজাদি
যদি থাকে মনে চেতনা সেই মরুর নজদি।
শান্তির শ্বেত পায়রা উড়বে দুনিয়ার স্বর্গে
ঘুচবে না বন্ধ্যা পৌত্তলিকতার শত অর্ঘ্যে।
বইবে শান্তি সুবাতাস কাশ্মীর উপত্যকায়,
সারাবিশ্ব ব্যথিত উদগ্রীব তোদের রক্ষায়।


সর্বশেষ সংবাদ