ক্লান্তি শেষে নীড়ে ফেরার গান

  © টিডিসি ফটো

দৃষ্টির সীমানা পেরিয়ে প্রাচীর ছুঁয়ে গেলো হলুদ রঙের বিরামহীন দুঃখ।
মৌনতার নিষ্পাপ অনুভূতি গুলো নিয়ে গেলো আবহমান প্রশান্তি।

মহামান্য হৃদয়!
আপনার নিরবতাই যদি হয় এই নির্বোধের পানিশমেন্ট,
জেনে রাখুন তবে জগতের তাবৎ ‘মায়ারোগ’
একদিন আপনার ঐ লৌহ শরীর সঞ্চারিত করে দিয়ে যাবে শীতল ডানার মেঘ।

যদি উড়ে যায় প্রাত্যহিক জীবনের ক্লেশ,
যদি থেমে যায় অসুস্থ পৃথিবীর অবারিত শোক,

তবে জেনে রাখুন,
ধৈর্যের এমতেহান দিয়ে সফলতার কাঙ্ক্ষিত মনজিলে মুয়াজ্জিনের সুমধুর আজানে ভেসে উঠবে আরো একটি প্রত্যাশিত ভোর।

একদিন শেষ হবে ধরনীর সমস্ত অবসর,
ব্যাস্ত হয়ে উঠবে শহর, জনপদ, সড়ক বিস্তৃত নগরী।
দাম্ভিকতার মিছিল শেষে, নীড়ে ফিরবে সৈনিক বীরের ভেসে।

বিষাদে ভরা শ্রাবণে মেঘেদের দিন-সমুদ্র নৌযানে শেষ হবে একদিন।

লেখক: শিক্ষার্থী, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ


সর্বশেষ সংবাদ