ভারতের বিশ্ববিদ্যালয়ে ডি-লিট পেলেন জাবির সাবেক শিক্ষার্থী

ভারতের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশি ড. মাসুদ রেজাকে ডক্টর অব লিটারেচার (ডি-লিট) ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ফোকলোর চর্চায় বিশেষ অবদানের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক এ শিক্ষার্থীকে ড অব ডি-লিট দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতের এই স্বনামধন্য বিশ্ববিদ্যালয়টি।

ড. মাসুদ রেজা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। শিক্ষাজীবনে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ১৯৮২-৮৩ বর্ষে সভাপতি ও ১৯৮০-৮২ বর্ষে সাধারণ সম্পাদক ছিলেন।

জানা যায়, ভারতের বিদ্যাসাগার বিশ্ববিদ্যালয়ের ড. রেজার গবেষণার বিষয় ছিল ‘আর্থ সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট বিবেচনায় কতিপয় নৃতাত্তি¡ক লোকশিল্পের মাঠসমীক্ষা: বৃহত্তর ফরিদপুর অঞ্চল’।

এ বিষয়ে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাস’কে বলেন, ‘দীর্ঘ পঞ্চাশ বছর ধরে বাংলাদেশের স্থানীয় ইতিহাস, লোকসংস্কৃতি, লোক-ঐতিহ্য দেশে ও আন্তর্জাতিক পরিমন্ডলে তুলে ধরতে কাজ করে যাচ্ছি। এছাড়াও বাংলাদেশের চলচ্চিত্র, বাউল ও মরমী সাধকদের নিয়ে কাজ করেছি আমি। কাজের স্বীকৃতি স্বরূপ ডিগ্রি অর্জন করতে পেরে আমি আনন্দিত।’


সর্বশেষ সংবাদ