মো. আবু রায়হানের দুটো কবিতা

অভিসারী

প্রদীপের আলো নিভিয়ে তুমি আঁধারকে ভালোবাসলে,
অন্ধকার রাত কাছে টেনে অভিসারে কার ছবি আঁকলে?
ব্লাকহোলের সেই রুদ্ধ খাস কামরায় কাকে করলে নিঃস্ব,
অবিশ্বাসের ছোবলে কাকে জড়িয়ে ধারণ করলে গোপন দৃশ্য।

তুমি কখনো হয়ে যাও আরব্য রজনীর মালিকায়ে হামিরা,
প্রেম ভালোবাসা তোমার কাছে উপেক্ষিত হয়ে থাকে অধরা।
কখনো প্রেমের অভিনয়ে অভিশপ্ত চেহারা ভাসে আরশিতে,
হৃদয় হরণের ফাঁদে ফেলে কেড়ে নেও কত জনের স্বপ্ন আশীতে।
তারা নক্ষত্রের মিটিমিটি আলোয় কার ছবি আঁকলে?
হৃদয়ের গহীনে কাকে দিলে ঠাঁই?


নিঃসঙ্গতা

বিচ্ছেদ কেড়ে নেয় শান্ত জীবন
আবেগের তুফানে অকাল মরণ।
থাকে শুধু দেহটা উড়ে যায় মন
দেহে জ্বলে সদা বিরহের আগুন।

কখনো স্বজনবিহীন একা থাকা
গভীর অন্ধকারে তার ছবি আঁকা।
যত বেশি মনে পড়ে জ্বলে অন্তর
জীবনের গতি থেমে হয় যে মন্থর।


সর্বশেষ সংবাদ