আবরারের শেষ কথা

  © টিডিসি ফটো

লিখবোই আমি, লিখছিই আমি
কী করবি তোরা বল
তাজা রক্তেই লিখে দিয়ে যাই,
খা হায়েনার দল।

একা লিখে যাবো, একা গেয়ে যাবো
ক্রোধ ও দ্রোহের গান,
আয় নিয়ে যা শকুনের দল,
বুক চিরে এই প্রাণ।

ভেঙে ফেল হাড়, কর চুরমার,
ছিঁড়ে ফেল টেনে জিব
খোদার কসম তবু লিখে যাবো,
এটাই আমার জিদ।

চিবিয়ে খাস এই পাঁজরের হাড়,
নরপিশাচের ক্ষুধা
তুমিও না হয় সহ্য করলে
ওহে ইশ্বর খোদা।

অসহায় আমি, নির্বাক জাতি,
মুখে এঁটে আছে তালা
চেয়ে চেয়ে দেখে শকুনের থাবা
যত কাপুরুষ শালা।

কেউ বাঁচেনি, কেউ বাঁচেনারে
পৃথিবীরে বলে কয়ে
আমিও নাহয় চলেই যাবো
তোরা থাক সুখে রয়ে।

কলমের কালি লালে রঞ্জিত,
দেখোনি তোমরা যারা
তারা হয়ে আছো পাথুরে মূর্তি,
তাই নেই কোন সাড়া।

পচে যাক জাতি,নেই মাতামাতি,
হায়েনার হোক বাস
অশুভ শকুন মাথার উপরে
ছাড়িতেছে নিঃশ্বাস।

আজ হোক কাল, ছড়াবে যেদিন
বিষাদের দাবানল
সেদিনও তোরা ঘুমিয়ে থাকিস
কাপুরুষের দল।


লেখক: কবি ও নাট্যাভিনেতা।
ইমেইল: kabilsadi@gmail.com 


সর্বশেষ সংবাদ