মো. আবু রায়হানের দুটো কবিতা

আবু রায়হান
আবু রায়হান

ভুলিনি

কথা হয় না বলে ভেবো না ভুলে আছি
যতই দুরে থাকি মনটা তো কাছাকাছি
ভুলে থেকেও মনে রাখা যায় অবলীলায়
হৃদয়ের লেখা যায় না মুছে লিখিনি শিলায়

যে হৃদয়ে জাগে গভীর ভালোবাসার নেশা
বুদ হয়ে আছি তাকে পেতে দিবস ও নিশা।
দূরত্ব,সময় কষ্ট বাড়ায় দেয় না স্মৃতি ভুলিয়ে
কতদিন রাখবে আমায় অবহেলায় ঝুলিয়ে।

আমার আবেগ ভালোবাসা এতোটা অদামী?
হৃদয়ের গহীনে লেখা নাম জানে অন্তর্যামী।
কতটা দুর্ভোগ পোহালে আসবে সেই দিন
ভালোবাসায় জড়িয়ে তুমি শোধিবে ঋণ।

মুখোশ

আমি সব দিয়ে হতে পারি রিক্ত
হোক তোমারই সব অর্থ বিত্ত।
আমি না হয় পথে পথে ঘুরি
পথটায় বানায় আমার বাড়ি।
তবুও খুশি তো? খুশি তোমার মন,
মুখোশের আড়ালে লুকিয়ে থাকা,
ছলনার চেয়ে, ভালো ছন্নছাড়া জীবন!


সর্বশেষ সংবাদ