কবিতা: জানতে চাই

রক্তে ভিজা বাংলার মাটি বঙ্গবন্ধুর, ভাই
সেই মাটিতে রাজাকারেরা কেমনে পেল ঠায়?
জানতে চাই, জানতে চাই ,জানতে চাই, আমরা মজিব সৈন্যরাই।

লাল সবুজের পতাকা তলে, স্বাধীন বাংলার শক্তি বলে
দেশ উন্নয়নের বাধা কেন ওরাই শুধু হয়?
আমরা জানতে চাই, জানতে চাই, জানতে চাই, মজিব সৈন্যরাই।

বঙ্গবন্ধুর হত্যা করে, বামপন্থী দল তাঁরা গড়ে
নির্বাচনে নানা ঘরে, প্রতিনিধি হয়
সংসদ তে ভাষণ মেরে, করে মনটা জয়
ওদের বিচার কেন নয়?
জানতে চাই, জানতে চাই, জানতে চাই, আমরা মজিব সৈন্যরাই।

নেট জাগৎ আর উইকিপিডিয়ায় সকল তথ্য পাই
বাংলার জান, বাংলার প্রাণ শেখ মজিব ভাই
সেই, শেখ পরিবার হত্যা করে, বাংলাদেশকে দখল করে
আবার তারা কেমন করে দেশ দরদি হয়?
আমরা জানতে চাই, জানতে চাই, জানতে চাই, মজিব সৈন্যরাই।



ইংরেজি বিভাগের শিক্ষার্থী
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়


সর্বশেষ সংবাদ