পশুপ্রেমী আহারে!— কাজী তাহমিনা

কেএফসিতে যাই যখনি,
মুরগিভাজা খাই,
বিয়েবাড়ি, জন্মদিনেও,
কাচ্চি কিন্তু চাই।

ভালো লাগে কালা ভুনা,
শাহি মোসাল্লাম,
মাটনলেগের রোষ্টগুলোরও,
ভালোই আছে নাম।

খাচ্ছি বসে প্রতিদিনই,
মাংস হরেক রকম,
কোরবানিটা এলেই সাজি,
'পশুপ্রেমী' চরম!

'উফ! শালা, মোসলমানে,
আচ্ছা রকম গ্লাটন,
কোরবানিতে আচ্ছাসে খায়,
বীফ অথবা মাটন।'

কিন্তু সবাই যায় যে ভুলে,
আসল শিক্ষাবাণী,
স্বার্থত্যাগ আর সমর্পণই,
মর্ম বলে জানি।

মাংস বিলি, দেওয়া থোওয়া,
গরীব দুঃখীর তরে,
এই কদিনই মাংস জোটে,
কারো কারো ঘরে।

কোরবানিটা এলে যাদের,
বাড়ে পশুপ্রীতি,
বছরজুড়ে তাদেরই দেখি,
চেকইন দেওয়ার রীতি!

চিকেন খেয়ে চেকইন দেবে,
'উফ যে,ভীষণ ইয়াম্মি',
গরুর প্রতি আচ্ছা দরদ,
যেন গরুর মাম্মি!

হিপোক্রিসি হরেক রকম,
দেখছি বসে, বাহার!
সারা বছর পেটপূজারী,
একদিন 'উহু, আহা'-র!


সর্বশেষ সংবাদ