জামান হোসেনের কবিতা ‘প্রথম এবং শেষ’

প্রথম এবং শেষ
জামান হোসেন

প্রেমিক থাকে নিরবতলী
প্রেমিকা অচিনপুরে,
পরান পাখির মত প্রেমিক
তাকেই খোজে ফিরে।

শর শর শর হওয়ার তালে
বাতাসে ভেসে যায়।
কার ধনী প্রিয়ার নাম
বলছে বাতাসে হায়।

ছুঁয়োনা কেউ ও বাতাসকে
বাতাস আমার জন্য,
শেষ স্মৃতিটুকু তুমি নিয় প্রিয়া
হবো আমি ধন্য।
পিঞ্জরে যে থাকতো প্রিয়া, হয়ে গেল আজ পর
মনে কষ্টে দুর্বল ভাবনায়
পাড়ি হয়েছে বছর দশ।

কেন তাকে আজ বেশি বেশি পড়ছে-যে মনে
দশটি বছর পরে,
ভালবেসেছি তাকে শুধু আমি
পারেনি সে বাসতে।

কখনো তুমি আস যদি অচিনপুরের গায়ে,
মনে যদি পরে ভেবনা আমায়
আছিতো অনেক সুখে, তোমারি দোয়াতে।

আর নেই কিছু লেখার নিও তুমি বুঝে,
প্রথম শেষের স্মৃতিগুলো থেকেই
পাবে মোরে খুজে।


সর্বশেষ সংবাদ