আরিফা আনোয়ারের তিনটি কবিতা

আরিফা আনোয়ার
আরিফা আনোয়ার  © টিডিসি ফটো

শেষ প্রেম

যদি কেটে যায় প্রেম নেশা

আঁকড়ে ধর নিশ্চিত জীবন ভাল, খুব ভাল!

আশীর্বাদ করি, সুখে থাক!

যদি ভুলে সব পুরাতন স্মৃতি পেছনে ফেলে যাও চিরন্তন প্রেম

ভাল, আরো বেশি ভাল!

আশীর্বাদ করি, সুখে থাক!

যদি এসবের বাইরে কিছু হয়

যদি ডুবে যাই আমরা আমাদের গভীরতম গভীরে

আরো আরো বেশি প্রেমে এইত!

সবচেয়ে ভাল, যে ভালোর শেষ নেই!

আশীর্বাদ কর, সুখে থাকি যে সুখের ক্লান্তি নেই!

নিজ জন্মের আনন্দ,

এই অনন্ত অনাদি সুখ আগলে রাখি আমরা পথিক যুগল!

 

আমার জন্য এসো

অন্ধকারে ভয় পেতাম একসময়,

এ নিয়ে কখনো অস্থির দেখিনি তোমায় !

ভীষন ইচ্ছে হত, আমার জন্য একজন কেউ অস্থির হোক

আর সেই কেউ একজনটা তুমি হও!

এখন অন্ধকারে কেউ একজন ভয় পেলে তুমি অস্থির হও!

বাসায় ফের দ্রুত, হাপিয়ে গিয়ে বল তুমি

ভয় পাবে ভেবে হেটে এসেছি এতটা পথ।

সেই কেউ একজনটা অন্য কেউ!

ইচ্ছে ছিল, আমি হই! তুমি ফের শুধু আমার জন্য!

এখন আর ভয় নেই

অন্ধকারে এখনো কোথাও নেই

কারো অস্থিরতা তবু ইচ্ছে হয়,

কেউ একজন,,, অন্য কেউ একজন?

নাহ, তুমিই দ্রুত ফের ঘরে

ক্লান্ত তুমি হাপিয়ে গিয়ে বল,

হেটে এসেছি এতটা পথ কেউ একজন,

একদিন ভয় পেয়েছিল বলে!

শুধু তুমি ভয় পেতে বলে!

 

বিশ্বাস ভঙ্গ

জেনে রেখ,

তোমার দায় ছিল এইসব প্রতিরাত জাগা কান্নার।

দায় আছে প্রতিটা দীর্ঘশ্বাসের

থাকবে প্রতিটি অলেখা অক্ষরের!

সময় হয় যদি না হয়ও

যদি না হয় সময় করেই মিটিয়ে দিও।

জেনে রেখ, দায় ছিল অনেক জিতে যাওয়া মিথ্যের,

দায় আছে এইসব বৎসরের।

জেনে রেখ তোমার দায় থাকবে,

এক সুদীর্ঘ বিশ্বাস ভংগের!


সর্বশেষ সংবাদ