সাহিত্যের সব পাতাতেই সফল কবি আল মাহমুদ: আনিসুজ্জামান

ড. আনিসুজ্জামান
ড. আনিসুজ্জামান

প্রয়াত কবি আল মাহমুদ তার সৃষ্টির মাঝে বেঁচে থাকবেন বলে মত দিয়েছেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। তিনি বলেছেন, আল মাহমুদ সাহিত্যের যে পাতায় তিনি হাত দিয়েছেন, সেখানেই সফল হয়েছেন। লোক লোকান্তর, কালের কলস ও সোনালী কাবিন কাব্যগ্রন্থ দিয়ে বাংলা সাহিত্যে স্থায়ী আসনও গড়ে নিয়েছেন তিনি। 

মঙ্গলবার কবি আল মাহমুদ পরিষদ আয়োজিত জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এক শোকসভার আয়োজন করা হয়। সেখানে কবির স্মরণে এসব কথা বলেন আনিসুজ্জামান।

স্মরণসভায় মাহমুদ শাহ কোরেশীর সভাপতিত্বে বিএনপি নেতা ড. মঈন খান, কবি আসাদ চৌধুরী, মোস্তফা জামান আব্বাসী, সাবেক বিচারপতি আবদুর রউফ, কবি আবদুল হাই শিকদার, কবি আল মুজাহিদী, আতাহার খান প্রমুখ অংশ নেন।

সভায় বক্তারা বলেন, আল মাহমুদ ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। তিনি সাহিত্যের যে শাখাতেই হাত দিয়েছেন, সেখানেই ঈর্ষণীয় সাফল্য পেয়েছেন। তিনি গ্রামবাংলার সোঁদা মাটির ভালোবাসা দিয়ে তার সৃষ্টির নগরে গড়েছেন শাশ্বত অট্টালিকা। যতদিন বাংলা বর্ণমালা থাকবে, ততদিন আল মাহমুদ তার সৃষ্টির মধ্যে বেঁচে থাকবেন।


সর্বশেষ সংবাদ