দেশীয় করোনা ভ্যাকসিন আসতে পারে ডিসেম্বরেই

আগামী ডিসেম্বর মাসে বাজারে আসতে পারে দেশে উৎপাদিত করোনা ভ্যাকসিন। ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড জানিয়েছে, করোনার ভ্যাকসিন আগামী ডিসেম্বর নাগাদ বাজারে আসবে। আর সে লক্ষ্যেই কাজ চালিয়ে যাচ্ছেন তারা।

প্রতিষ্ঠানটির রিসার্স এ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের প্রধান ডাঃ আসিফ মাহমুদ বুধবার গণমাধ্যমকে বলেন, ‘সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বর মাসনাগাদ ভ্যাকসিন বাজারজাত করতে পারব বলে আশা করছি।’

গত ২ জুলাই প্রতিষ্ঠানটি দেশে প্রথম ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দেয়। সেদিন তারা জানায়, গত ৮ মার্চ তারা এই টিকা আবিষ্কারের কাজ শুরু করেন এবং সব পর্যায়ের কাজ শেষ করতে পারলে আগামী ৬ থেকে ৭ মাসের মধ্যে এই টিকা বাজারজাত করা যাবে।

ডাঃ আসিফ মাহমুদ জানান, তারা এখনও এ্যানিমেল ট্রায়ালে রয়েছেন, সেটা এখনও শেষ হয়নি। এ্যানিমেল ট্রায়াল শেষ করে সেপ্টেম্বরের মধ্যে হিউম্যান ট্রায়ালের (মানুষের মধ্যে প্রয়োগ) জন্য আবেদন করবেন। হিউম্যান ট্রায়ালের তিন ধাপ শেষ করে ডিসেম্বর নাগাদ বাজারে আসবে ভ্যাকসিন।