১৪ দিনের মধ্যে করোনার ‘ভ্যাকসিন’ তৈরির ঘোষণা যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীর

  © সংগৃহীত

আগামী ১৪ দিনের মধ্যে করোনাভাইরাসের একটি অ্যান্টি-ভাইরাল ড্রাগ তৈরির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের টেনেসির ন্যাশভিলের মেহারি মেডিকেল কলেজের একজন বিজ্ঞানী। করোনার ভ্যাকসিন আবিষ্কারের দাবি করা এই বিজ্ঞানী ড. ডোনাল্ড অ্যালেন্ডার কয়েক বছর আগে জিকা ভাইরাসের সফল অ্যান্টি-ভাইরাস নিয়ে কাজ করেছিলেন।

ড. ডোনাল্ড অ্যালেন্ডার বলেন, ভাইরাসটি কিভাবে আপনার শরীরে প্রবেশ করে, এটি কোথায় যায় এবং এটি কীভাবে সংক্রামিত হয় সেটা আমি বুঝে ফেলেছি। এখন শুধু ওষুধ তৈরির অপেক্ষা। আশা করি আগামী দু'সপ্তাহের মধ্যে আমি এটা তৈরি করে ফেলবো।

তিনি বলেন, তার লক্ষ্য আগামী দুই সপ্তাহের মধ্যে অ্যান্টি-ভাইরাল ভ্যাকসিন তৈরি করা। তারপরে এটি ক্লিনিক্যাল ট্রায়ালগুলিতে পাঠানো হবে এবং যদি সফল হয়, তবে কয়েক মাসের মধ্যে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে (এফডিএ) অনুমোদনের জন্য আবেদন জানানো হবে।

জিকা ভাইরাসের অ্যান্টিভাইরাল ড্রাগের সাফল্য তাকে আশাবাদী করে তুলেছে জানিয়ে তিনি আরো বলেন, আমি নিশ্চিত এই ড্রাগ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর হার অনেকটাই কমিয়ে আনবে। একটি ভ্যাকসিন উৎপাদন করতে ১৮ মাস সময় লাগবে, তবে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য একটি অ্যান্টিভাইরাল ড্রাগ মাত্র একবারই ব্যবহার করা হবে।

সূত্র- ব্ল্যাক এন্টারপ্রাইজ।


সর্বশেষ সংবাদ