জিপিএ ভিত্তিতে নটরডেমে ভর্তি শুরু আজ

  © ফাইল ফটো

আজ বুধবার (৩ জুন) থেকে শিক্ষার্থী ভর্তি করানো শুরু করবে রাজধানীর স্বনামধন্য নটরডেম কলেজে। কোভিড-১৯ পরিস্থিতির কারণে এবার ভর্তি পরীক্ষা ছাড়াই জিপিএ’র ভিত্তিতে ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে কলেজ কর্তৃপক্ষ।

ইতোমধ্যেই ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলেজ কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের এসএসসির প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী কলেজে ভর্তি করা হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ৩ জুন থেকে ১১ জুন পর্যন্ত বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায় কলেজের ওয়েবসাইটে ভর্তির আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ফলাফলে সমান নম্বরধারীর সংখ্যা আসন সংখ্যার তুলনায় বেশি হলে বিজ্ঞান বিভাগ-এর উচ্চতর গণিত, জীববিজ্ঞান ও ইংরেজি; ব্যবসায় শিক্ষা বিভাগ-এর হিসাববিজ্ঞান, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি; মানবিক বিভাগ-এর ইংরেজি, বাংলা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে বেশি নম্বর প্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

পড়ুন: নটরডেমসহ চার মিশনারি কলেজে ভর্তি কার্যক্রম স্থগিত

পড়ুন: ধূমপায়ী শিক্ষার্থীদের ভর্তি নিচ্ছে না নটরডেম কলেজ

আরো পড়ুন: জিপিএ-৫ পাওনি তাতে কী? একদিন ১২ ডজন জিপিএ-৫ তোমার অফিসে থাকবে

বিজ্ঞপ্তি দেখুন নিচে (ছবিতে ক্লিক করুন)

Noter dam Admission


সর্বশেষ সংবাদ