ডেইলি ক্যাম্পাসে খবর প্রকাশে প্রাণ ফিরে পেল শহীদ মিনার

  © টিডিসি ফটো

অবশেষে প্রাণ ফিলে পেল চট্টগ্রামের লোহাগাড়ার বটতলী বাজারের দক্ষিণে মহাসড়ক পোস্ট অফিস সংলগ্ন শহীদ মিনারটি। দ্যা ডেইলি ক্যাম্পাসে ‘বছর না ঘুরতে​ই ফের দখলে লোহাগাড়ার শহীদ মিনার!’ শিরোনামে খবর প্রকাশিত হওয়ার পর অভিযানে নামে প্রশাসন। আশপাশ দখলমুক্ত করে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে শহীদ মিনার এলাকা।

বৃহস্পতিবার লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌসিফ আহমেদ ও অ্যাসিল্যান্ড পদ্মাসং সিংহের উপস্থিতিতে শহীদ মিনার এলাকাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রোপণ করা হয়েছে ফুলের চারা। সরানো হয়েছে অবৈধভাবে পার্কিং করা মিনি ট্রাক ও সিএনজি স্ট্যান্ড। এছাড়া সেখানে বাউন্ডারি দেওয়ার কাজ চলছে।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌসিফ আহমেদ বলেন, দ্যা ডেইলি ক্যাম্পাসে খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি জানতে পারি। এরপর এটাকে আমি নৈতিক দায়িত্ব মনে করেছি। একটা শহীদ মিনার পরিত্যক্ত আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে অবৈধভাবে দখল করে রাখা হয়েছে। এখন সেটাকে দখলমুক্ত করে ফুলের চারা রোপণ করা হয়েছে। কয়েকদিনের মধ্যেই বাউন্ডারি দেওয়া হবে।


সর্বশেষ সংবাদ