ঢাবি ছাত্রী সুমাইয়া হত্যায় অভিযুক্ত স্বামী ও শ্বশুর গ্রেফতার

  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী সুমাইয়া খাতুনকে হত্যার অভিযোগে তার স্বামী মোস্তাক হোসাইন ও শ্বশুর জাকির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে এক ব্রিফিংয়ে পুলিশ এ এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে তার শাশুড়ি সৈয়দা মালেক ও তার মেয়ে জাকিয়া ইয়াসমিন জুথিকে (ননদ) গ্রেফতার করে পুলিশ।

গত সোমবার (২২ জুন) রাতে নিহত সুমাইয়ার মা নুজহাত সুলতানা বাদী হয়ে জামাইসহ পরিবারের চার সদস্যের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এতে চারজনকে আসামি করা হয়। তাদের সবাইকে গ্রেফতার করেছে পুলিশ।

ঢাবি ছাত্রী সুমাইয়া নাটোর সদরের হরিশপুর বাগানবাড়ি এলাকার মোস্তাক হোসাইনের স্ত্রী। সোমবার (২২ জুন) সকালে তাকে হত্যার ঘটনা ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের এ শিক্ষার্থী মাস্টার্স পরীক্ষা শেষে ফলাফলের অপেক্ষায় ছিলেন। তিনি বিসিএস ও সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে।


সর্বশেষ সংবাদ