বেসরকারি মেডিকেল কলেজের ওপর কর পরিহার করার প্রস্তাব

  © সংগৃহীত

বেসরকারি মেডিকেল কলেজের ওপর আরোপিত ১৫ শতাংশ আয়কর রহিত করার প্রস্তাব করেছে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন (বিপিএমসিএ)। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনের সভাকক্ষে ২০২০-২১ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় বিপিএমসিএ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে এসব প্রস্তাবনা তুলে ধরে।

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বিপিএমসিএর পক্ষে সংগঠনের সভাপতি এম এ মুবিন খানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করে।

এম এ মুবিন খান বলেন, দেশে বিদ্যমান বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালনা নীতিমালা-২০১১ অনুযায়ী সকল বেসরকারি মেডিকেল কলেজ অলাভজনক প্রতিষ্ঠান। ফলে এখান থেকে অর্জিত সকল আয় মেডিকেল কলেজের উন্নয়ন খাতে ব্যয় করা হয়। তাই কলেজের উপর আরোপিত আয়কর রহিতের প্রস্তাব করছি।

একইসঙ্গে তিনি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে জীবনরক্ষা কাজে ব্যবহৃত যন্ত্রপাতির ওপর আমদানি শুল্ক অব্যাহতির দাবি করেন।


সর্বশেষ সংবাদ