ইবিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

  © সংগৃহীত

পড়ব বই গড়ব দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার দফতর।

বুধবার (৫ জানুয়ারী) দুপুরে প্রশাসন ভবন চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাদশা ফাহদ বিন আব্দুল আজিজ কেন্দ্রীয় গ্রন্থাগার চত্ত্বরে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, অতিরিক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. নওয়াব আলী খান, কর্মকর্তা সমিতির সভাপতি শামছুল ইসলাম জোহা, সাধারণ সম্পাদক মীর মোর্শেদুর রহমান এবং লাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষক আব্দুল আলিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় গ্রন্থাগারের শাখা কর্মকর্তা আরিফুল হক।


সর্বশেষ সংবাদ