ববিতে গাছ পোড়ানোয় শিক্ষার্থীদের তীব্র ক্ষোভ

  © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) কেন্দ্রীয় খেলার মাঠে আগুন লাগিয়ে আগাছা পরিষ্কার করতে গিয়ে অর্ধ-শতাধিক বৃক্ষ পোড়ানোর অভিযোগ উঠেছে। এতে শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপগুলোতে সমালোচনার ঝড় তুলেছে শিক্ষার্থীরা।

শনিবার সাপ্তাহিক বন্ধের দিনে মাঠ পরিষ্কার কর্মসূচি নাম দিয়ে বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল ইনস্ট্রাক্টর মোঃ নুর ইসলামের নেতৃত্ব একদল কর্মচারী কেন্দ্রীয় খেলার মাঠে আগুন দেয়। এতে শহীদ মিনারের আশে- পাশে ও মক্তমঞ্চের পাশে লাগানো প্রায় অর্ধ-শতাধিক চারাগাছ পুড়ে যায়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে এমনিতে বড় কোন বৃক্ষ নেই। যেদিকে তাকানো যায় ধূ ধূ বালুকনায় দেখা যায়। গত জুন-জুলাই মাসে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন, শিক্ষক-শিক্ষার্থী মিলে বিশ্ববিদ্যালয় সবুজায়নে সহস্রাধিক বৃক্ষ রোপণ করে। শিক্ষার্থীদের লাগানো গাছগুলো এমন হালায় পোড়ানোয় তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

দেলোয়ার হোসেন নামের এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল গ্রুপ লিংকার্স বরিশাল বিশ্ববিদ্যালয় গ্রুপে লিখেছেন,‘ববি ক্যাম্পাসে অস্ট্রেলিয়ান দাবানল দেখতে পেলাম। আছে দু চারটি বৃক্ষ, তাও নাকি গ্রীন ক্যাম্পাস! এখন তো মনে হচ্ছে শুধুই ধূসর আর ধূসর।’

আরেক শিক্ষার্থী এইচএম হাবিব লিখেছেন,‘আমাদের নিশ্চুপ নিরাবতার কারণের এরা এতোটা অদ্ভট আচরণের সাহস পায়। কিভাবে সম্ভব হলো এরকম অবিবেচকের মতো কাজ করার?এদের এই ঘৃণিত কাজের প্রতিবাদ জানিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি।’

অভিযুক্ত ফিজিক্যাল ইনস্ট্রাক্টর মো:নুর ইসলাম বলেন, ‘খেলার মাঠের ওই অংশে ঝোপঝাড় ছিল। পরিস্কার করতে গিয়ে আমাদের কর্মচারীরা ওখানে সাপ দেখতে পায়। তাই আগুন লাগিয়ে পরিষ্কার করা হয়েছে।আমি একটি ভালো উদ্দেশ্য নিয়ে কাজটি করতে গিয়ে খারাপ হয়ে গেছে। কিছু চারাগাছ পুড়ে গেছে।এজন্য আমি আন্তঃরিক ভাবে দু:খিত।

তিনি আরো বলেন, ঝোড়ঝাড়ের মাঝে বল আনতে গিয়ে যদি কোন শিক্ষার্থী সাপের কামড় খেত। তাহলে সেই দায় কে নিত? ৫, ১০,৫০ হাজার টাকার গাছ কি একটি জীবনের চেয়ে বড়?


সর্বশেষ সংবাদ