আইডিয়া হান্টে রানার্স-আপ ঢাবির আইইআর টিম

রানার্স আপ দলের সদস্যরা
রানার্স আপ দলের সদস্যরা  © টিডিসি ফটো

আন্তর্জাতিক শিক্ষা দিবস-২০২০ উপলক্ষ্যে ইইএস আয়োজিত আইডিয়া হান্ট প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ৪র্থ বর্ষের একটি টিম। আর রানার্স-আপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের (আইইআর) অপর একটি টিম ।

আইডিয়া হান্টের বিষয় ছিল ‘স্বপ্নের স্কুল’। এই প্রতিযোগিতায় অনলাইন সেশনের মাধ্যমে নির্বাচিত সেরা ১০টি দলের মধ্যে হয় আইডিয়া প্রেজেন্টেশন সেশন। রাজধানীর ইএমকে সেন্টারে বুধবার এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২৬তম ব্যাচের এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হিসেবে তাদের এই অংশগ্রহণ ও সাফল্যকে ইতিবাচকভাবে দেখছে ইন্সটিটিউটের সকলেই।

‘টিম ফ্লেয়ার’ নামের এই টিমের সদস্যরা ছিলেন, জয়নুল আবেদীন ফাহিম (বিশেষ শিক্ষা বিভাগ), রিফাত হোসেন দিগন্ত (বিশেষ শিক্ষা বিভাগ) এবং জাফরিন জান্নাত (সামাজিক বিজ্ঞান বিভাগ)।


সর্বশেষ সংবাদ