সাত কলেজে ভর্তিচ্ছুদের সহযোগিতায় ঢাকা কলেজ শিক্ষার্থীরা

  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১৯-২০ সেশনের ভর্তি পরীক্ষার্থীদের যে কোনো সহযোগিতায় কাজ করবে ‘ঢাকা কলেজ’-এর এক ঝাঁক তরুণ। ৬৪ জেলা থেকে আগত সাত কলেজে ভর্তি পরীক্ষার্থীদেরকে সহযোগিতা করবে তারা। 

আগামী ১৫ নভেম্বর (শুক্রবার) বাণিজ্য ইউনিটের মাধ্যমে সাত কলেজের ভর্তি পরীক্ষা শুরু হবে। পরে বিজ্ঞান ইউনিট ২২ নভেম্বর (শুক্রবার) এবং কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২৯ নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে।

ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কিংবা তার আশেপাশে যাদের সিট পড়েছে তাদের ভর্তি সহযোগিতায় কাজ করবে ‘ঢাকা কলেজ’-এর তরুণরা।

তাছাড়া ৯টি বিভাগের দূর-দূরান্ত থেকে আগত কারোর থাকার সমস্যা কিংবা অন্য যেকোনো প্রয়োজনে নিজ নিজ বিভাগের দেওয়া নিম্নোক্ত নম্বরগুলোতে যোগাযোগ করার আহবান করা হয়েছে।

ঢাকা বিভাগ

১. শাহাদাত- ০১৫৭১৭৯৬২৮৮

২. রাসেল-০১৬৮০০১৯৩০৯

৩. জাকির-০১৭৮৪৬৯৮৪৩৯

৪. বিজয়- ০১৬৪৫২৫২৭৫৫

৫. ইউসুফ- ০১৭৭৮১৮৭০১৫

পদ্মা বিভাগ

১. সাগর- ০১৭১৮২২৪৯২৮

২. আবদুর রহিম-০১৮৫০৭৬৪০৮২

চট্টগ্রাম বিভাগ

১. খায়ের-০১৬২৭৫০১৫১৩

২. আব্দুল্লাহ- ০১৬৩২৩৭৩৪০০

৩. সুজন- ০১৬২২৯৬০৬৪৩

রাজশাহী বিভাগ

১. কাউসার-০১৭৩১৯৭১৬৭৭

২. শাকিল-০১৭৩০২৮৮৯৮১

খুলনা বিভাগ

১. আশিক- ০১৭৭৫৯২৮৩৬৫
২. আতিকুল- ০১৭৮০১৭৪০০৬

বরিশাল বিভাগ 
১. মামুন- ০১৯৮৪৮৭২৫৭৪
২. নোমান- ০১৭৩৭৩৭৩৭০৭

সিলেট বিভাগ
১. রুহিন- ০১৭৮৮৩৮৭৭৭৮
২. মনিরুল- ০১৯১৮৯৫৬০৯৫

রংপুর বিভাগ

১. ওবায়দুর- ০১৭১৭৮৪২০৫৬
২) শাওন- ০১৪০৩৯৯৫৬৭১

ময়মনসিংহ বিভাগ
১. ইয়াসিন- ০১৯২০৩৪০৩০০
১. মোস্তাফিজুর- ০১৯১০৯৪৭১৭২

উল্লেখ,পরীক্ষা চলবে উল্লেখিত তারিখ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত। সকাল ৯টার ভিতরে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে ভর্তিচ্ছুদের।


সর্বশেষ সংবাদ