উপাচার্য নিয়োগে সার্চ কমিটি করা দরকার: ড. সৈয়দ আনোয়ার হোসেন

  © সংগৃহীত

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগের জন্য ভারতের মতো সার্চ কমিটি গঠন করা দরকার বলে মনে করেন ইতিহাসবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেছেন।

একটি গণমাধ্যমকে দেওয়া সক্ষাৎকারে তিনি বলেছেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ আরও কিছু বিশ্ববিদ্যালয় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আমার কাছে একটি বিষয় পরিষ্কার হয়েছে যারা উপাচার্য হবার যোগ্য নন, শুধু রাজনৈতিক বিবেচনায় তাদের নিয়োগ দেয়ার কারণে বিশ্ববিদ্যালয় নামের প্রতিষ্ঠানগুলোতে যথেষ্ট ধস নেমেছে।’

তিনি বলেন, ‘সরকারের দৃষ্টি আকর্ষণ করে আমি বলবো উপাচার্য নিয়োগের জন্য ভারতের মতো সার্চ কমিটি গঠন করা দরকার এবং সেই সার্চ কমিটির সদস্য যারা হবেন তারা অবশ্যই দলীয় বিবেচনায় নিয়োগ পাবেন না।’

অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, ‘তাদের মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পাবেন। তারাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঠিক করবেন। চূড়ান্ত অনুমোদন দেবেন রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী সরাসরি কোনো উপাচার্য নিয়োগের সম্পর্কে সম্পৃক্ত থাকবেন না। কারণ তার অনেক কাজ আছে।’

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কাজ কী?’ এ বিষয়টি সরকারের প্রতি আনুগত্যের কারণে নিয়োগ পাওয়া ভিসিদেরকে জানতে হবে। কারণ বাংলাদেশে এখন কোনো বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের মতো চলছে না।


সর্বশেষ সংবাদ