ঢাকা কলেজে ডেঙ্গু প্রতিরোধে অভিযান সম্পন্ন

রাজধানীসহ সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। বিশেষ করে ঢাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ভয়াবহ। ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়ে যাওয়ায় ঢাকা কলেজে মশা নিধনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। রোববার (২৮ জুলাই) ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের আয়োজনে এ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ স্লোগানকে সামনে রেখে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে সকালে প্রায় অর্ধশতাধিক রোভার স্কাউট সদস্যদের নিয়ে কলেজ ক্যাম্পাসে সচেতনতামূলক এক র‌্যালি বের করা হয়। র‌্যারিতে ঢাকা কলেজের অধ্যক্ষ ও ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের সভাপতি প্রফেসর নেহাল আহমেদ, উপাধ্যক্ষ প্রফেসর এটিএম মইনুল হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুল কুদ্দুস শিকদার, ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের গ্রুপ স্কাউট লিডার মোহাম্মদ আনোয়ার মাহমুদ, কোষাধ্যক্ষ আয়েশা আক্তার, রোভার স্কাউট লিডার মামুনুর রশীদ, সিনিয়র রোভার মেট মো. শাওন আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

র‌্যালি শেষে ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ নিজ হাতে ময়লা আবর্জনা পরিষ্কার করে ক্যাম্পাস পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন। পরে রোভার স্কাউট সদস্যরা কলেজের প্রশাসনিক ভবনের আশেপাশের ময়লা আবর্জনা, ঝোপঝাড় এবং শিক্ষক কোয়ার্টারের সামনের আগাছা ও ড্রেন পরিষ্কার করেন।

ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের গ্রুপ স্কাউট লিডার আনোয়ার মাহমুদ বলেন, শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি ও এ কাজে অভ্যস্ত করার জন্য আমরা এ ধরনের আয়োজন করেছি। আমাদের চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সকলের। পরিষ্কার-পরিচ্ছন্নতার এ অভিযানে ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরাও অংশ নেন।

কলেজ প্রশাসন ও রোভার স্কাউটের এমন কাজকে সাধুবাদ জানিয়েছে শিক্ষক-শিক্ষার্থী ও সাধারন কর্মচারীরা।


সর্বশেষ সংবাদ