চবি শিক্ষার্থীকে লাথি মেরে ফেলে দিলো সিএনজি ড্রাইভার

  © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে লাথি মেরে সিএনজি থেকে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে। অতিরিক্ত ভাড়া চাওয়ায় প্রতিবাদ করার কারণে চবি শিক্ষার্থী সাদাত হোসাইনকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় বলে জানা গেছে। সিএনজি ড্রাইভারে আঘাতে রক্তাক্ত সাদাত হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

জানা যায়, রোববার (১৬ জুন) রাত পৌনে ১১টার দিকে চবির এক নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী সাদাত হোসাইন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

এ বিষয়ে জানতে চাইলে সাদাত হোসাইন বলেন, ‘ক্যাম্পাসে যাওয়ার জন্য রাত সাড়ে দশটা থেকে অপেক্ষা করছিলাম। কিন্তু সিএনজিওয়ালারা যেতে রাজি হচ্ছিলো না। বেশ কিছুক্ষণ অপেক্ষার পরে একটা সিএনজিতে উঠি। সিএনজিতে উঠার পর ড্রাইভার ছয় টাকার ভাড়া দশ টাকা চাইলো। আমার পাশের জন এর প্রতিবাদ করলে ড্রাইভার গাড়ি থামিয়ে তাকে নামতে বলে।’

তিনি বলেন, ‘এর প্রতিবাদ করলে আমাকে অতর্কিত লাথি মারে সে। এক পর্যায়ে হেঁচকা টানে আমাকে সিএনজি থেকে বাহিরে ফেলে দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘অনেকদিন থেকেই রাত ১১টার পর সিএনজি ড্রাইভাররা ছয় টাকার ভাড়া দশ টাকা করে নেয়। মানবিক বিবেচনায় আমরা সেটা মেনে নেই। আর ১১টা বেজে গেলে আমাদেরকে বলতেও হত না। আমরা নিজ থেকেই দশ টাকা দিতাম। কিন্তু তখনও এগারোটা বাজেনি। তাই আমি এর প্রতিবাদ করেছি।’

সাদাত বলেন, ‘এসময় আমাকে মারধর করতে দেখে একজন প্রতিবাদ করতে আসলে তাকেও চড় থাপ্পড় মারে ওই ড্রাইভার। এসময় অন্যান্য ড্রাইভাররা আমাদেরকে ঘিরে রাখে। অথচ ওই সিএনজিতে বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের কোনো স্টিকার দূরের কথা নাম্বার প্লেটও ছিল না।’

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আলী আজগর চৌধুরী বলেন, ‘আমরা এরকম কোন অভিযোগ পাইনি এখনো। তবে যদি কেউ অভিযোগ নিয়ে আসে আমরা বিষয়টা খতিয়ে দেখবো।’


সর্বশেষ সংবাদ