ঢাবি ভর্তি পরীক্ষায় নতুন নিয়ম, মান বন্টনের সিদ্ধান্ত জুলাইয়ে

  © ফাইল ফটো

চলতি বছর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পরিবর্তন নিয়ে আসার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। গত ২৮ মার্চ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী এমসিকিউয়ের সঙ্গে এবার লিখিত পরীক্ষাও নেওয়া হবে। অবশ্য এর ধরণ কেমন হবে সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তবে আগামী ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানের পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামুজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এমসিকিউ ও লিখিত আকারে ভর্তি পরীক্ষা নেওয়ার ব্যাপারে সিন্ডিকেটসহ সব ফোরামে সিদ্ধান্ত হয়েছে। সাধারণ ভর্তি কমিটির মিটিংয়ে এ ব্যাপারে বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে।’

কবে নাগাদ এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সভার ব্যাপারে উপাচার্য স্যার এখনো কোনো সময় দেননি। তবে আগামী ২৬ থেকে ২৭ তারিখ সিনেট অধিবেশন রয়েছে। এছাড়া ১ জুলাই বিশ্ববিদ্যালয় দিবস। এরপর হয়ত এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।’

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২৮ মার্চ উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ভর্তি পরীক্ষায় নতুন নিয়মের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী ভর্তি পরীক্ষায় প্রচলিত এমসিকিউ প্রশ্নের পাশাপাশি লিখিত পরীক্ষাও নেওয়া হবে।

সে সময় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক মোহাম্মদ হুমায়ুন কবির দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেছিলেন, ‘ভর্তি পরীক্ষায় এমসিকিউ এর পাশাপাশি লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিন্ডিকেটে। এরমধ্যে ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘আগামী ভর্তি পরীক্ষা থেকেই এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। সিন্ডিকেটে সিদ্ধান্ত পাশ হয়েছে। এখন একাডেমিক কাউন্সিল ও জেনারেল অ্যাডমিশন কমিটি এ ব্যাপারে বিস্তারিত সিদ্ধান্ত নেবে।’

জানা গেছে, গত কয়েক বছর ধরে ২০০ নম্বরের পরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষে শিক্ষার্থী ভর্তি করানো হচ্ছে। এরমধ্যে ১২০ নম্বর এমসিকিউ। এছাড়া বাকি ৮০ নম্বর জিপিএ’র ভিত্তিতে বন্টন করা হয়।

এদিকে ভর্তি পরীক্ষার নিয়মের বিষয়ে এখনো সিদ্ধান্ত না হওয়ায় উদ্বেগে রয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। ইতোমধ্যে পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করলেও নতুন নিয়মে কি থাকবে সে ব্যাপারে ধোঁয়াশার মধ্যে রয়েছেন তারা।

একাধিক ভর্তিচ্ছু শিক্ষার্থী জানিয়েছেন, নতুন নিয়ম কেমন হবে সে বিষয়ে তেমন কিছুই জানেন না তারা। কোচিং থেকে নতুন নিয়মের কথা জানানো হয়েছে। কিন্তু এর ধরণ কি হবে সে বিষয়ে তারা কিছু বলেনি।

এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামুজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এ বিষয়ে আসলে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সাধারণ ভর্তি পরীক্ষা কমিটির সভা না হওয়া পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। সে পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে।’

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে প্রতি আসনের বিপরীতে লড়ে ৩৮ জন। বিশ্ববিদ্যালয়ের ৫টি ইউনিটের মোট সাত হাজার ১২৮টি আসনের বিপরীতে অনলাইনের মাধ্যমে আবেদন করেছিলেন দুই লাখ ৭২ হাজার ৫১২ জন।

এ শিক্ষাবর্ষে ক-ইউনিটের এক হাজার ৭৫০টি আসনের বিপরীতে ৮২ হাজার ৯৭০ জন, খ-ইউনিটের দুই হাজার ৩৭৮টি আসনের বিপরীতে ৩৬ হাজার ২৫০ জন, গ-ইউনিটের এক হাজার ২৫০টি আসনের বিপরীতে ২৭ হাজার ৫৩৪ জন, ঘ-ইউনিটের এক হাজার ৬১৫টি আসনের বিপরীতে এক লাখ ৬১৪ জন এবং চ-ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে ২৫ হাজার ১৪৪ জন আবেদন করেন।

ক-ইউনিটের ভর্তি পরীক্ষা গত বছরের ২৮ সেপ্টেম্বর শুক্রবার, খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ সেপ্টেম্বর শুক্রবার, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৪ সেপ্টেম্বর শুক্রবার, ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ অক্টোবর শুক্রবার, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১৫ সেপ্টেম্বর শনিবার এবং চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (অঙ্কন) ২২ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হয়।

সে হিসেবে চলতি ২০১৯-২০ শিক্ষাবর্ষেও কাছাকাছি সময়ের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। সে হিসেবে ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য সর্বোচ্চ তিন মাস সময় পাচ্ছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence