গুণগত উচ্চশিক্ষা নিশ্চিত করাই চ্যালেঞ্জ: ইউজিসি চেয়ারম্যান

  © সংগৃহীত

রোববার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক কাজী শহীদুল্লাহ। দায়িত্ব গ্রহনকালে তিনি বলেন, তাঁর মূল চ্যালেঞ্জ হবে দেশে উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করা। তিনি আরো বলেন শুধুমাত্র গুণগত মান নিশ্চিত করলেই হবেনা এর সাথে গবেষণার সংখ্যা ও মান বৃদ্ধি করতে হবে।

ইউজিসির ১৩তম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কাজী শহীদুল্লাহ। এ সময় নতুন চেয়ারম্যান বলেন, তাঁর দায়িত্ব হবে সরকারের নিয়ম-নীতি মেনে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর তদারকি প্রতিষ্ঠান ইউজিসিকে পরিচালনা করা। তিনি ইউজিসির কর্মকর্তা-কর্মচারীদের নিয়ম-শৃঙ্খলা ও বিধিবিধান মেনে সততা ও নিষ্ঠার সঙ্গে দাপ্তরিক কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউজিসির অন্য সদস্য, একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইউজিসির কর্মকর্তারা। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক কাজী শহীদুল্লাহকে ইউজিসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।


সর্বশেষ সংবাদ