স্ত্রীর প্রতি ভালোবাসা দেখিয়ে রাষ্ট্রপতি পুরস্কার!

স্ত্রীর প্রতি অভিনব ভালোবাসা দেখিয়ে রাষ্ট্রপতি পুরস্কার জিতে নিলেন সারাভানামুথু। খটকা লাগছে? তাহলে একটু পেছনে ফিরি। স্ত্রী শয্যাশায়ী। কারও সাহায্য ছাড়া তিনি মলত্যাগ বা মূত্রত্যাগ করতেও পারেন না। স্ত্রীকে সাহায্যার্থেই এক অভিনব উপায় বের করলেন সারাভানামুথু। সেই ‘উপায়’ই তাঁকে এনে দিল রাষ্ট্রপতি পুরস্কার।- খবর আনন্দবাজার পত্রিকা

জানা যায়, ২০১৪ সালে এস সারাভানামুথুর স্ত্রী কৃষ্ণাম্মাল শয্যাশায়ী হয়ে পড়েন টানা তিন মাস। কারও সাহায্য ছাড়া কৃষ্ণাম্মাল মলত্যাগ বা মূত্রত্যাগ করতেও যেতে পারতেন না তাঁর স্ত্রী। তখনই বিছানার মধ্যেই ‘টয়লেট পট’ সংযোগের কথা ভাবেন ঝালাই কর্মী সারাভানামুথু। রিমোট দ্বারা নিয়ন্ত্রিত ফ্লাশিং সিস্টেমও রয়েছে, ফলে সহজে ফ্লাশও করা যায়। রোগী সহজেই রিমোট ব্যবহার করতে পারেন।

কোনও প্রথাগত শিক্ষা নেই, নেই কোনও বিশেষ প্রশিক্ষণ। তাও একেবারে নিজের চেষ্টাতেই বিশেষ প্রযুক্তির এই খাট বানিয়ে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন তিনি। বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের থেকে তিনি একটা ট্রফি, একটা শংসাপত্র ও দুই লাখ টাকা পেয়েছেন।


সর্বশেষ সংবাদ