করোনায় মৃত্যু সাড়ে ৩ হাজার ছাড়াল

  © ফাইল ফটো

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ২ হাজার ৯৯৫ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। একই সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪২ জন। আজ বুধবার স্বাস্থ অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণহানি হলো মোট ৩ হাজার ৫১৩ জন, মোট করোনা আক্রান্ত হয়েছে ২ লাখ ৬৬ হাজার ৪৯৮ জন, এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৮৯ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৭৫১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ২ হাজার ৭৩৯ জনে। আর সুস্থ হয়েছেন এক হাজার ১১৭ জন

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর থেকে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে।


সর্বশেষ সংবাদ