রামেন্দু ও ফেরদৌসী মজুমদার করোনায় আক্রান্ত

  © সংগৃহীত

নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় শিল্পী দম্পতি রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার। তারা দুজনেই বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন। এদিকে রামেন্দু মজুমদার নিজেই গণমাধ্যমকে করোনা আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৪ জুলাই ফেরদৌসীর করোনা উপসর্গ দেখা দেয়, পরে ১৮ জুলাই টেস্ট করা হলে রেজাল্ট পজিটিভ আসে। তার এক সপ্তাহ পর আমারও জ্বর জ্বর অনুভব হয়, তখন আমার টেস্ট করানোর পর পজিটিভ রেজাল্ট আসে।

এখন পর্যন্ত তারা বাসায় চিকিৎসা নিয়ে ভালই আছেন। যদিও তাদের শরীর থেকে করোনা ভাইরাস উপস্থিতি এখনও রয়েছে। তবে জানা গেছে তাদের আবার কয়েকদিনের মধ্যেই টেস্ট করানো হবে।

প্রসঙ্গত, অভিনয়ে অবদানের জন্য ফেরদৌসী মজুমদার ১৯৯৮ সালে একুশে পদক ও ২০২০ সালে স্বাধীনতা পদক পেয়েছেন। ২০০৯ সালে রামেন্দু মজুমদার অভিনয়ে অবদানের জন্য একুশে পদক পেয়েছেন। ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার।


সর্বশেষ সংবাদ