ঈদের পর দিন নতুন আক্রান্ত ৮৮৬, মৃত্যু ২২

পবিত্র ঈদুল আজহার পরের দিন করোনা পরীক্ষা ও শনাক্ত কমেছে, তবে মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৮৮৬ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। মারা গেছেন ২২ জন। আজ রোববার করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে জানানো হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৮৬ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত সুস্থ ১ লাখ ৩৬ হাজার ৮৩৯ জন।

এ পর্যন্ত দেশে ২ লাখ ৪০ হাজার ৭৪৬ জনের শনাক্ত হয়েছে। করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৩ হাজার ১৫৪ জন। এর মধ্যে পুরুষ ২ হাজার ৪৭৯ জন ও নারী ৬৭৫ জন।

গতকাল শনিবার ২ হাজার ১৯৯ জনের করোনা শনাক্ত হয়। একই সময় ২১ জনের মৃত্যু হয়েছে। ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় আগের নমুনাসহ ৩ হাজার ৬৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১১ লাখ ৮৯ হাজার ২৯৫টি নমুনা। দেশে ৮২টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। অনলাইন ব্রিফিংয়ে নাসিমা সুলতানা বলেন, ‘রোগ প্রতিরোধে সচেষ্ট থাকুন, সচেতন থাকুন। তাহলে রোগ প্রতিরোধ করা সম্ভব।’


সর্বশেষ সংবাদ