অধ্যক্ষ-উপাধ্যক্ষসহ সৈয়দ নজরুল মেডিকেলের ১৬ জন করোনা আক্রান্ত

  © সংগৃহীত

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সজল কুমার সাহা ও উপাধ্যক্ষ মোহাম্মদ মোহসীনসহ প্রতিষ্ঠানটির ১৬ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত অন্যান্যদের মধ্যে পাঁচজন সহকারী অধ্যাপক, তিনজন চিকিৎসক, দুইজন নার্স, একজন টেকনোলজিস্ট ও তিনজন আউটসোর্সিং স্টাফ রয়েছেন।

আজ সোমবার কিশোরগঞ্জের সিভিল সার্জন মুজিবুর রহমান জানান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

তিনি জানান, অধ্যক্ষ ডা. সজল কুমার সাহা করোনাভাইরাস উপসর্গ নিয়ে গত শুক্রবার এ হাসপাতালে ভর্তি হন। রবিবার তার নমুনা সংগ্রহ করে করোনা ডেডিকেটেড শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়।

এর আগে নমুনা পরীক্ষায় উপাধ্যক্ষ শিশু বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ মোহসীনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয় বলে তিনি জানান।

এর আগে গত ১৪ এপ্রিল ৫০০ শয্যার কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালটিকে করোনাভাইরাস ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়। নমুনা পরীক্ষার জন্য এ হাসপাতালটিতে পিসিআর ল্যাবরেটরিও স্থাপন করা হয়।


সর্বশেষ সংবাদ