করোনায় আক্রান্ত হয়ে অধ্যাপক নুরুল আনোয়ারের মৃত্যু

  © সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফার্মাকোলজির অধ্যাপক ডা. একেএম নুরুল আনোয়ার মারা গেছেন। আজ রোববার দুপুরে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ফাউন্ডেশন ফর ডক্টরস’ সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজের (এফডিএসআর)-এর যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ডা. নুরুল আনোয়ার ফার্মাকোলজির কিংবদন্তি অধ্যাপক। ইব্রাহিম মেডিকেল কলেজকে বর্তমান অবস্থায় আনার পেছনে তার পরিশ্রম ছিল। তার প্রয়াণে এক অভিভাবককে হারালাম আমরা।’

তিনি জানান, এ নিয়ে করোনায় দেশে ৬১ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মারা গেছেন আট জন চিকিৎসক।


সর্বশেষ সংবাদ