০১ জুলাই ২০২০, ১৪:৩৫

ভারতে কোভিড আক্রান্ত ব্যক্তির লাশ ছুড়ে ফেলার ভিডিও নিয়ে বিতর্ক

  © বিবিসি

ভারতে কোভিড আক্রান্ত ব্যক্তিদের লাশ ছুড়ে ফেলার ভিডিও নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। একটি ভিডিওতে দেখা গেছে আটটির মতো মরদেহ কালো ময়লার ব্যাগে ভরে ছুড়ে ফেলা হচ্ছে।

বিবিসি জানিয়েছে, এটি নিয়ে তোলপাড় পড়ে গেছে দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে। কর্ণাটকের দায়িত্বশীল কর্মকর্তারা এই ভিডিওটির সত্যতার প্রমাণ পেয়েছেন এবং তারা পরিবারগুলোর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।

কর্ণাটকে এখন পর্যন্ত ২৪৬ জন মারা গেছেন কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে। ভারতে এখনো পর্যন্ত এই রোগের সংক্রমণ রোধে অন্যতম সফল রাজ্য কর্ণাটক।

বিশ্বে এখন এক কোটি এক লাখ ৪৩ হাজার ৭৫০-এরও বেশি কোভিড-১৯ রোগী রয়েছেন। বিশ্বব্যাপী মৃতের সংখ্যা পাঁচ লাখ দুই হাজার ৫৫০ জন ছাড়িয়েছে।