করোনাভাইরাস

মৃত্যুর মিছিলে দাঁড়াতে হবে, এমন অবস্থায় পৌঁছে গিয়েছিলাম

  © সংগৃহীত

দৈনিক ইত্তেফাকের বিশেষ সংবাদদাতা পিনাকী দাশগুপ্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি চিকিৎসকের পরামর্শে কয়েকদিন ধরে বাসায় আইসোলেশনে রয়েছেন। আজ শনিবার (৩০ মে) এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন সাংবাদিক পিনাকী দাশগুপ্ত।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘করোনা রাহুর সাথে লড়তে লড়তে আমি বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম। মৃত্যুর মিছিলেই দাঁড়াতে হবে, এমন অবস্থায় পৌঁছে গিয়েছিলাম। কিন্তু সৃষ্টিকর্তার করুনা, সবার প্রার্থনা, শুভ কামনায় আমি করোনা মুক্ত হতে পেরেছি। ফিরে পেয়েছি জীবনটা। এ জন্য সকলের কাছে আমি এবং আমার পরিবার কৃতজ্ঞ।’

স্ট্যাটাসে তিনি আরও লিখেন, ‘আপনারা ভাল থাকুন, নিরাপদে থাকুন। করোনার ত্রাস কাটিয়ে উঠবই আমরা। প্রিয় বাংলাদেশ আমার, আপনার, আমাদের, হাসবে আবার।’

জানা যায়, ঢাকা ও ঢাকার বাইরে সব মিলিয়ে ১৪৯ সংবাদকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এদিকে, করোনায় আক্রান্ত হয়ে ইতিমধ্যে একজন সাংবাদিক মারা গেছেন। আরও দুজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। সুস্থ হয়েছেন ৩১ জন।


সর্বশেষ সংবাদ