করোনায় মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা ফের বাড়ছে

  © প্রতীকী ছবি

দেশে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা ফের বেড়েছে। গত ২৪ ঘন্টায় আরও ২২ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৪৪ জনে। এছাড়া নতুন করে আরো ১ হাজার ৫৪১ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।

আজ বুধবার (২৭ মে) দুপুরে রাজধানীর মহাখালীস্থ স্বাস্থ্য অধিদফতর থেকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এর আগে গতকাল মঙ্গলবার (২৬ মে) দেশে মৃত্যুর সংখ্যা ছিল ২১ জন এবং নতুন শনাক্তের সংখ্যা ছিল ১ হাজার ১৬৬ জন।

বুলেটিনে অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৮৪৩টি নমুনা সংগ্রহ করা হয় এবং আগের নমুনাসহ মোট ৮ হাজার ১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে আরো ১ হাজার ৫৪১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ২৯২ জনে।

পাশাপাশি গত ২৪ ঘণ্টায় আরো ৩৪৬ জন সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৯২৫ জনে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানো করোনাভাইরাস এখন গোটা বিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। এ ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় ৫৭ লাখ মানুষ। মৃতের সংখ্যা তিন লাখ ৫২ হাজার ছাড়িয়েছে। তবে সাড়ে ২৪ লাখের মতো রোগী ইতিমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় গত ৮ মার্চ।


সর্বশেষ সংবাদ