করোনায় কাউন্টার টেররিজম পরিদর্শকের মৃত্যু

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের এক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা এ বিষয়টি নিশ্চিত করেছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া রাজু আহম্মেদ (৪৩) পুলিশের পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা ছিলেন। গ্রামের বাড়ি চাঁদপুরে। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।

পুলিশ হাসপাতাল সূত্র জানায়, গত ২ মে অসুস্থবোধ করায় করোনার পরীক্ষা করান পরিদর্শক রাজু আহম্মেদ। পরদিন পরীক্ষায় করোনা পজেটিভ এলে ৪ মে তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন। ওই দিনই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন থাকা পুলিশের এ কর্মকর্তা রোববার সকালে মারা যান। এ নিয়ে পুলিশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩ জনে।

এ পুলিশ কর্মকর্তার মৃত্যুতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।


সর্বশেষ সংবাদ