হা-মীম গ্রুপের এমডি এ কে আজাদ করোনায় আক্রান্ত

  © ফাইল ফটো

হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে আজাদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তি‌নি প্লাজমা থেরাপি নিয়েছেন বলে জানা গেছে। গত ২০ মে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এ কে আজাদের শরীরে প্লাজমা থেরাপি দেয়া হয়। এখন তি‌নি বাসায় চিকিৎসা নিচ্ছেন। 

জানা গেছে, কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ। পরে শরীরের অবস্থা খারাপ হতে থাকলে ২০ মে তাঁকে প্লাজমা থেরাপি দেওয়া হয়।

এ ব্যাপারে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তররের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ ইবনে জায়িদ বলেন, খুব খারাপ অবস্থায় থাকা করোনা রোগীদের বাঁচাতে আমরা প্লাজমা থেরাপি দিচ্ছি। প্লাজমা থেরাপি একটি কার্যকর থেরাপি। এ থেরাপি দেওয়ার পর রোগীকে সুস্থ হতে দেখা যাচ্ছে।

১৯৫৯ সালে ফরিদপুর জেলায় বিশিষ্ট শিল্প উদ্যোক্তা এবং সফল ব্যবসায়ী এ কে আজাদের জন্ম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে ব্যবসায় সম্পৃক্ত হন। পাট, বস্ত্র, চা ও তৈরি পোশাক শিল্প ব্যবসায় তিনি দীর্ঘদিন ধরে জড়িত।


সর্বশেষ সংবাদ