শ্রমজীবী ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও খাদ‍্যসামগ্রী বিতরণ করলো লিডিং ইউনিভার্সিটি

  © টিডিসি ফটো

বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারী আকার ধারণ করার পর লকডাউন অবস্থায় স্বল্প আয়ের মানুষ পরিবার পরিজন নিয়ে দুর্দশার মাঝে সময় কাটাচ্ছে। এ পরিস্থিতিতে রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের উদ্যোগে শ্রমজীবী ও অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করল লিডিং ইউনিভার্সিটি।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিশিষ্ট সমাজসেবক এবং লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলীর সহায়তায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সচিব মেজর (অব) শায়েখুল হক চৌধুরী।

তিনি জানান, করোনা পরিস্থিতি মোকাবেলায় রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের চলমান এ কর্মসূচির অংশ হিসেবে আজ ১০০ জনকে নগদ অর্থ এবং ২৫০ জনকে খাদ‍্যসামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ করা প্রত্যেক প্যাকেটে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ৪ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১ লিটার তেল, ১ কেজি আটা ও ১ কেজি লবন ছিল।

এর আগে রোববার কামাল বাজার এলাকার তিন শতাধিক দরিদ্র মানুষের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ হয়েছে এবং ড. সৈয়দ রাগীব আলী দুঃস্থ-অসহায় এলাকা বাসিদের মধ্যে নগদ অর্থ ও কয়েকশত মাস্ক বিতরণ করেছেন।

 


সর্বশেষ সংবাদ