মাস্ক নিয়ে ইউটার্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থার

  © সংগৃহীত

মাত্র কয়েকদিন আগেও গণহারে মাস্ক না পরার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। করোনাভাইরাস প্রকোপের শুরু থেকেই তাদের পরামর্শ ছিল আক্রান্ত আর তাদের সংস্পর্শে আসা ব্যক্তি বাদে আর কারও মাস্ক পরার দরকার নেই। সেই অবস্থান থেকে সরে এসেছে সংস্থাটি। এখন তারা সবাইকে মাস্ক পরতে বলছে।  

সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, গতকাল শনিবার এমন পরামর্শ দিয়েছে সংস্থাটি। জরুরি স্বাস্থ্য কর্মসূচির নির্বাহী পরিচালক ডা. মাইকেল রায়ান বলেছেন, ‘আমরা দেখতে পাচ্ছি, বিশ্বের বিভিন্ন দেশ মাস্ক ব্যবহার করে সংক্রমণ কমিয়ে আনছে। তাই করোনা প্রতিরোধের অংশ হিসেবে মাস্ক ব্যবহারকে আমরা সমর্থন জানাচ্ছি।’

তবে সর্বসাধারণের মাস্ক ব্যবহারের ফলে বিশ্বজুড়ে সার্জিক্যাল মাস্কের সংকট দেখা দিতে পারে; সেই শঙ্কার কথাও আবার জানিয়েছে সংস্থাটি। করোনা সংক্রমণ রোধে মাস্ক ব্যবহারের কথা বললেও আগের মতো ঘন ঘন হাত ধোয়া, নিরাপদ সামাজিক দূরত্ব রক্ষা ও বারবার মেডিক্যাল টেস্ট করানোকে করোনা ঠেকানোর প্রধান পদক্ষেপ হিসেবে আবারও বর্ণনা করেছে ডব্লিউএইচও।

এর আগে গত ২৯ মার্চের সংবাদ সম্মেলনে সংস্থার জরুরি স্বাস্থ্য কর্মসূচির নির্বাহী পরিচালক মাইক রায়ান বলেন, ‘গণহারে মাস্ক পরার কারণে বিশ্বজুড়ে এই সরঞ্জামের ব্যাপক সঙ্কট দেখা দিয়েছে। যেসব স্বাস্থ্যকর্মী সামনে থেকে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিয়োজিত, বর্তমানে তারাই সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। কেননা তারা প্রতিদিন, প্রতি মুহূর্তে ভাইরাসটির সংস্পর্শে আসছেন। তাদের মাস্ক না থাকার বিষয়টি ভয়াবহ।’


সর্বশেষ সংবাদ