করোনাভাইরাস সন্দেহ হলেই পরীক্ষা করুন: স্বাস্থ্যমন্ত্রী (ভিডিও)

  © ফাইল ফটো

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘করোনাভাইরাস সন্দেহ হলেই বেশি বেশি পরীক্ষা করুন। নিজেরা সুরক্ষিত থাকুন।’ আজ বুধবার (০১ এপ্রিল) করোনাভাইরাস বিষয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস সংক্রান্ত সব ধরণের সরঞ্জাম পিপিই, মাস্ক’র সংখ্যা বাড়ানো হয়েছে। এর সঠিক ব্যবহার যেন হয়।’ এসময় স্বাস্থ্য সেবার মান উন্নত হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের সরকারি হাসপাতালে ভেন্টিলেটর স্থাপনের কার্যক্রম চলছে।’

মন্ত্রী জানান, রাজধানী ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও গ্যাস্ট্রোলিভার হাসপাতাল করোনাভাইরাসের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শিশু হাসপাতালসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের পরীক্ষা কার্যক্রম শুরু হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘রংপুর, রাজশাহীতে, ময়মনসিংহে পর্যায়ক্রমে করোনা পরীক্ষা শুরু হবে। এসময় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরকারি নির্দেশনা মানা হচ্ছে না জানিয়ে মন্ত্রী বলেন, ‘নির্দেশনা মেনে ঘরে থাকুন, না হলে ভাইরাস ছড়িয়ে পাড়বে।’

আইইডিসিআর’র তথ্য অনুযায়ী, বাংলাদেশে এ পর্যন্ত ৫৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মারা গেছেন ৬ জন।


সর্বশেষ সংবাদ