টাঙ্গাইলে কলেজছাত্রের ‘করোনা প্রতিরোধ’ অ্যাপ আবিষ্কার

  © টিডিসি ফটো

করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ‘করোনা প্রিভেনশন’ নামে একটি অ্যাপ তৈরি করেছে আল আমিন নামে টাঙ্গাইলের এক এইচএসসি পরীক্ষার্থী। এ অ্যাপটি করোনাভাইরাস ছড়িয়ে পড়া প্রতিরোধ সম্পর্কে প্রয়োজনীয় সব তথ্য দেবে।

জেলার কালিহাতী উপজেলার এই শিক্ষার্থীর বানানো তৃতীয় অ্যাপ এটি। এই আপটি বানাতে তার ২ হাজার টাকা খরচ হয়েছে। তবে, যে কেউ বিনামূল্যে অ্যাপটি ব্যবহার করতে পারবে বলে জানা যায়।

অ্যাপটিতে ৮টি বিভাগ বা ফোরাম রয়েছে, যার মধ্যে করোনাভাইরাস কিভাবে ছড়িয়ে পড়ে, লক্ষণগুলি, প্রতিরোধ, কখন আপনার হাত ধুতে হবে, জরুরি যত্ন নেওয়া, অ্যাপটি সম্পর্কে তথ্য প্রেরণ, পরামর্শ, পাঠানো ইত্যাদি বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত রয়েছে।

এ ব্যাপারে আল আমিন বলেন, আমি মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য অ্যাপটি তৈরি করেছি। অ্যাপটি সোমবার রাত থেকে সক্রিয় এবং এটি covid19bangladesh.com ওয়েবসাইটে পাওয়া যাবে।

কালিহাতী উপজেলা চেয়ারম্যান আনছার আলী বলেন, আল আমিন করোনাভাইরাসের বিস্তার রোধে সচেতনতা বাড়াতে অ্যাপটি তৈরি করে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। এর মাধ্যমে প্রচুর মানুষ উপকৃত হবে। 


সর্বশেষ সংবাদ