মালয়েশিয়ায় রাজপ্রাসাদে কর্মীরা করোনা আক্রান্ত, রাজা-রানী কোয়ারেন্টিনে

মালয়েশিয়ার রাজা-রানী
মালয়েশিয়ার রাজা-রানী  © সংগৃহীত

মালয়েশিয়ার রাজপ্রাসাদের সাতজন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর দেশটির রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমদ শাহ ও তার স্ত্রী রানী টুঙ্কু আজিজাহ আমিনাহ মাইমুনাহ ইস্কান্দারিয়াহ কোয়ারেন্টিনে চলে গেছেন। যদিও তাদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

রাজপ্রাসাদের কর্মকর্তারা জানিয়েছেন, সংক্রমিত সাত কর্মীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা এ সংক্রমণের উৎস জানার চেষ্টা করছেন।

কর্মীরা করোনায় সংক্রমিত হওয়ার পর জীবাণুনাশক ছিটিয়ে রাজপ্রাসাদ পরিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার দেশটিতে নতুন করে আরও ২৩৫ জন করোনা সংক্রমিত হয়েছেন। এ নিয়ে মালয়েশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। এ ছাড়া এখন পর্যন্ত দেশটিতে করোনায় মারা গেছেন ২১ জন।


সর্বশেষ সংবাদ