মালয়েশিয়া

তাবলিগ থেকে ফিরে করোনায় প্রাণ হারালেন আরেকজন

তাবলিগ থেকে ফিরে এসে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় আরেকজনের মৃত্যু হয়েছে। সুলতানা বাহিয়াহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। দেশটির সরকারি কর্মকর্তারা বলছেন, শ্রী পিতালিং জামেক মসজিদে তাবলিগে যোগ দিয়ে তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন।

মৃত ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাসের লক্ষণ প্রকাশ পায় গত ২২ মার্চ। ওইদিনই তার নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষার ফল আসে- করোনাভাইরাস পজিটিভ। পরদিন ২৩ মার্চ থেকে ওই ব্যক্তি সুলতানা বাহিয়াহ হাসপাতালে ভর্তি ছিলেন।

ওই হাসপাতালের চিকিৎসক নূর হিশাম বলেন, চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি ঘটছিল। আজ ২৬ মার্চ ভোর ৪টায় (স্থানীয় সময়) তিনি মারা যান।


সর্বশেষ সংবাদ