দেশের প্রাপ্তবয়স্ক ১৭ শতাংশের মানসিক রোগ

  © প্রতীকী ছবি

জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ ২০১৮-১৯ এর ফলাফলে দেশে প্রাপ্ত বয়স্ক মানুষের মধ্যে ১৭ শতাংশ কোনো না কোনো মানসিক রোগে আক্রান্ত। এসব ব্যক্তির ৯২ শতাংশ চিকিৎসা নেয় না। জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ ২০১৮-১৯–এ এই তথ্য পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এই তথ্য প্রকাশ করা হয়। জরিপে দেখা গেছে, ৭ থেকে ১৭ বছর বয়সী ১৪ শতাংশ কিশোর–কিশোরীর মানসিক স্বাস্থ্য সমস্যা আছে। মানসিক স্বাস্থ্য সমস্যা থাকা এসব কিশোর-কিশোরীর ৯৫ শতাংশ কোনো চিকিৎসা নেয় না।

অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিকল্পনা মন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব (সেবা) আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ অন্যরা উপস্থিত রয়েছেন।

এর আগে ২০০৩ থেকে ২০০৫ সালে একটি জরিপ হয়েছিল। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মানসিক স্বাস্থ্য সমস্যা আগের চেয়ে বেড়েছে।


সর্বশেষ সংবাদ