মাধ্যমিক ও উচ্চশিক্ষায় বরাদ্দ ৩৩ হাজার ১১৭ কোটি টাকা

  © সংগৃহীত

২০২০-২১ অর্থবছরের বাজেটে মাধ্যমিক ও উচ্চশিক্ষায় ৩৩ হাজার ১১৭ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকালে জাতীয় সংসদে বাজেট ঘোষণায় এ কথা জানান অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামাল। এটি গত ২০১৯-২০ অর্থ বছরে ছিল ২৯ হাজার ৬২৪ কোটি টাকা। যা এ বছর ৩ হাজার ৪৯৩ কোটি টাকা বেশি।

এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হওয়ার পর অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামাল বাজেট বক্তব্য শুরু করেন। এ সময় স্পিকার অর্থমন্ত্রীকে চাইলেই বসে বাজেট পেশ করতে পারবেন বলে অনুমতি দেন।

বাজেট বক্তব্যের কিছু অংশ তিনি পঠিত বলে গণ্য করার অনুরোধ করেন অর্থমন্ত্রী। এছাড়া তিনি স্পিকারের অনুমতি নিয়ে বাজেট বক্তব্যের বিভিন্ন অংশ ডিজিটাল পদ্ধতিতে উপস্থাপন করছেন।


সর্বশেষ সংবাদ