২০১৮ সালের কলেজ র‌্যাংকিংয়ের জন্য তথ্য আহ্বান

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০১৮ সালের জন্য নির্ধারিত KPI (Key Performance Indicators) এর ভিত্তিতে অধিভুক্ত কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের Performance র‌্যাংকিংয়ের উদ্যোগ গ্রহণ করেছে।

র‌্যাংকিং-এ নির্বাচিত সেরা কলেজসমূহের বিভাজনের নীতিমালা:

১. তালিকাভুক্ত কলেজসমূহের মধ্য থেকে জাতীয়ভিত্তিক স্কোরের ভিত্তিতে প্রথম ৫ (পাঁচ)টি সেরা কলেজ নির্বাচন;
২. তালিকাভুক্ত কলেজসমূহের মধ্য থেকে জাতীয়ভিত্তিক সর্বোচ্চ স্কোর অর্জনকারী ১ (এক)টি মহিলা কলেজ নির্বাচন;
৩. তালিকাভুক্ত কলেজসমূহের মধ্য থেকে জাতীয়ভিত্তিক সর্বোচ্চ স্কোর অর্জনকারী ১ (এক)টি সরকারি কলেজ নির্বাচন;
৪. তালিকাভুক্ত কলেজসমূহের মধ্য থেকে জাতীয়ভিত্তিক সর্বোচ্চ স্কোর অর্জনকারী ১ (এক)টি বেসরকারি কলেজ নির্বাচন;
৫. ৮টি অঞ্চলভিত্তিক তালিকাভুক্ত কলেজের মধ্য থেকে প্রতিটি অঞ্চলের জন্য সরকারি-বেসরকারি নির্বিশেষে স্কোর অনুযায়ী সর্বোচ্চ সেরা ১০ (দশ)টি কলেজ করে মোট ৮X১০ = ৮০টি কলেজ নির্বাচন।

এভাবে সারাদেশে মোট ৮৮টি সেরা কলেজকে নির্বাচন করা হবে।

উল্লেখ্য, নির্বাচিত সেরা কলেজসমূহকে পূর্বের মতো জাতীয় পর্যায়ে অনুষ্ঠানের মাধ্যমে অ্যাওয়ার্ড ও সম্মাননা পুরস্কার প্রদান করা হবে। র‌্যাংকিং এর নির্ধারিত KPI (Key Performance Indicators) সম্পর্কিত তথ্যাবলির সময়কাল হবে ১ জানুয়ারি ২০১৮ থেকে ৩১ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত। এক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট college login এ (www.nubd.info/college) সঠিক college code ও password দিয়ে login করে কলেজ র‌্যাংকিং ফরম-২০১৮ যথাযথভাবে পূরণ করার জন্য কলেজসমূহকে আহ্বান জানানো হয়েছে।

অনলাইনে প্রশ্নমালা পূরণ এবং হার্ডকপি রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবরে পাঠানোর শেষ তারিখ ৩১ মার্চ ২০১৯।


সর্বশেষ সংবাদ